জোর চাই জীবনে বাঁচার, একটু
ভালো জীবন একটু ভালো মরণ
নয় উপেক্ষা তুচ্ছ-তাচ্ছিল্য
কাঁকড়ার কামড় নয়, জল থেকে
তুলে এনে নয় মাছের মারণ
নয় কুকুরের মৃত্যু নয় বেকার
যৌবন নয় রসহীন জীবন...


বাঁচার যাবতীয় জোর আমি
জিততে চাই... পায়েসের মিষ্টি
নিমকির নোনতা যাক ফিকে হয়ে...


লড়বো না, সুখ চাই সুখ-পাখির মত
শান্তি চাই অ-শান্তির মুখ ফাটিয়ে
টাকা চাই-বিলাসিতা চাই জীবনের
প্রতিটি ধাপের উন্নতির চূড়া ছুঁতে চাই
বাঁচতে চাই জীবনে বাঁচার জোর নিয়ে...