দু'চারটে দিন তারপর আবার
যেই কে সেই...
কেউ নেই বলার "ভাল আছো?"
কেউ নেই দেখার এই ভগ্ন হৃদয়
শুধু আপন অন্তরে সান্ত্বনা
দিই নিজেকে...আছে, আছে
সবাই আছে তোমার চারপাশে
এই গাছ-গাছালি এই নদী-পাহাড়
এই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন
তবু খুঁজে চলে মন আপন অন্তরের
ভাষা...আর ঠিক তখনই সে খুঁজে
পায় একাকিত্ব, নির্জনতা, নীরবতা
...বলে ওঠে কেউ নেই
কেউ নেই দেখার
কেউ নেই বলার....!