বৈশাখী তপ্ত ধারায় ধরনী যায় ফেটে
দুলকি চালে জগৎ চলে, আমের
ভরা মাসে বাতাসে বোশেখ
হাওয়া, তালপাতার সিরসির
চন্দন কাঠের বলিরেখা আজও
থাকে অধরা, সূর্যিদেবতার
আসর আজি করবে ধূ-ধূ খেলা
বালিয়াড়ি চেনা জীবন হবে দিগন্তহারা
কালবৈশাখী এলো বলে
তুমি হবে খুশি...প্রকৃতি আজি নতুন
করে পাবে খুনসুটি
লাল পলাশের গায়ে-গায়ে
বাজছে মাদল ধ্বনি
সন্ধ্যেবেলার মৃদু হাওয়ায়
মায়ের শঙ্খধ্বনি
শুনতে পাচ্ছো গাইছে গগন
গাইছে চঞ্চল হাওয়া
বৈশাখী এলো নতুন সাজে
নবীনের চাওয়া-পাওয়া...