রং-বেরং এর প্রজাপতি দেখতে লাগে ভারি
ফুলের মধু খেয়ে তারা দেয় কেবল পারি
সোনালি-রূপলি-সাদা-কালোতে ছেয়ে আছে তারা
চুপি-চুপি এসে বাগানেতে উড়ে বেড়ায় কারা
বাহারি তুমি বাহার তোমার আসে নতুন সাজে
রং তুলিতে যায় না ধরা মন লাগে না কাজে
দেখি-দেখি কেবলই দেখি তোমার চলার ঢং
সাঝেঁর বেলায় তুলসী তলায় মরীচিকার রং
পাপড়ি মেলা ফুলগুলো ঐ ডাকে তোমায় কাছে
ভালবাসার হরেকরকম রং যে তোমার আছে
ধরতে গিয়ে কেবলই ফাঁকি দাও যে গো তুমি
প্রজাপতি-প্রজাপতি সবার প্রিয় তুমি...!