কুহু-কুহু করো তুমি
সুমধুর সুরে
দাঁড়িয়ে রয়েছি আমি
পথের সুদূরে
রাতজাগা পাখি কাছে
দিয়েছে ধরা
কালো রাতি গেল চলে
আলোতে ভরা
ডেকে-ডেকে হয়ে ক্লান্ত
আধার ভোরে
সপ্তর্ষির আধা-শরীর
গেল যে সরে
সুমধুর কুঞ্জনে
গুঞ্জন ভরে
বাজিঁয়েছে বাঁশি যেন
দেখ কে ওরে...!