লাল টুকটুক শাড়ির মাঝে

মিষ্টি কনে বউ

সবার মাঝে লাজে আছে

মৌমাছিরই মৌ

রং-বেরং এর শাড়ির খেলা

খেলবে সে আজি

উপহারের স্তূপে ভরা

সাঝঁ-সকালই সাজি

সবই হলো মিথ্যে খেলা

খেলতে গিয়ে ওরে

সাদা থানের মেলায় দিলি

ধরা কেন ভোরে

চুপচাপ থাকিস না আর

বল কিছু কথা

বলবে কী আর বুকের মাঝে

একেঁ গেল কে ব্যথা...!