রাতের আকাশে মুখচোরা অন্ধকারে
পিঞ্জরে আটকানো ছুটন্ত পাখির হাহাকারে
লাল রক্তজবার সবুজ বোঁটায়
জীবন রিক্ত যন্ত্রনার কাঁটায়
চোরাবালির হাতছানি মরীচিকা ধূ-ধূ
জীবনের অন্ত্যখেলায় একলা দাঁড়িয়ে শুধু
ক্ষুধার তাড়নায় ছুটে চলা হৃদয়
অকূলে দাঁড়িয়ে মাঝি তরী পায়নি বোধহয়
শেষ রাত্রির জাগরনে পাখির কুহক
আমরণ চলেছে যাত্রী রাতের সপ্তক
কাটাবনের সীমানায় অন্তহীন যাত্রা
বেজেছে শঙ্খধ্বনি এসেছে শুভবার্তা।