প্রত্যাশা, খুব ছোট্ট শব্দ !
ভালোই ভারী অর্থখানি ,
প্রত্যাশা না মিটলে জীবন
কেমন গোলাপ ছাড়া ফুলদানী ।
Frustration এ ভুগছ যখন
সবাই তখন ভালোই হাসে ,
P.N.P.C চলবে গুরু
আড়ালে বা অবকাশে ।
আচ্ছা বলি বিচার করা
তোমাদের কি আদৌ সাজে ?
তোমরা ঠিক কতটা নিখুঁত ?
দক্ষ তোমরা সকল কাজে ?
নিশ্চয় নয় ! তুমিও মানুষ ,
আমিও মানুষ , কেউ আমরা নিখুঁত নয় !
তবুও প্রত্যাশা যে করে শুধু
তার সাথেই কেন এমন হয় ?
অবহেলা অপমান জুটবে হাজার !
ভাঙবে তুমি, দাঁড়াবে ঘুরে ।
মরে গিয়েও বাঁচবে আবার
শক্ত হওয়ার জীবনপুরে ।