কাগজে কলমে .....
তৃতীয় বিশ্বের অস্বাভাবিক
রোগা শিশুদের বিশ্রী ছবিগুলো দেখতে দেখতে
আমরা করছি নিজেদের হিসাব
টাইমমেশিনে চড়ে একুশ শতকের দিকে হচ্ছি ধাবমান
কোটি কোটি মানুষ দিন কাটাচ্ছে ফুটপাত ও রেলওয়ে প্লাটফর্মে
শোবার ঘর, বসার ঘর , রান্নাঘর শব্দগুলো যাদের কাছে বিলাসিতা
একবেলা রান্না করার অন্ন জোটেনা যাদের
শিল্পায়নের পূর্ণ সুযোগ কেবল একমুঠোর পকেটে
বাকিরা প্রি-ইন্ড্রাস্ট্রিয়াল দুরবস্থার অংশীদার
'জাঙ্কফুড'. 'ফাস্টফুড' এসব তাদের কাছে রসিকতার ব্যাপার
'ফুড' টাই তাদের কাছে সমস্যা
আমরা অবশ্য তাদের কেউ নই?