মাঝে মাঝে
ভেসে আসে যেন ঠাকুরমার চুলের সুগন্ধি তেলের গন্ধ,
আর মায়ের আঁচলের থেকে হলুদের গন্ধ;
কিছু অসংলগ্ন দুপুরের রোদ,
হটাৎ লোডশেডিং হয়ে যাওয়া বিকেল


আর এখন ?
যে যার মতো নিজের বুঝে নিতে ব্যস্ত;
কতটা আমি পেলাম?


শুধু ভাবি আর দূর থেকে শুনতে পাই মায়ের গলা
হাতে পাখা নিয়ে বাতাস করতে করতে বলছে  
'হ্যাঁরে, কিছুই তো খেলিনা বাছা,
আরো একটা মাছ দিই?'