দীপ্তকণ্ঠে শপথের পালা,
ভাষার মাসে আশার মেলা।
সময় দিলাম পিছু হটবার,
রক্তের ঋণ শোধ করো এবার।
দিয়েছি অর্থ, দিয়েছি রক্ত,
সংবরণ করো তোমার অস্ত্র।
মা দিয়েছে অলংকার খুলে,
পুত্র দিয়েছে পুঁজি সব কিছু ভুলে।
ভিক্ষুক দিয়েছে ভিক্ষালব্ধ অর্থ,
সন্ন্যাসী দিলো তার শীতের অঙ্গ।
পিছু হটবার অভিশাপ নিয়ে যারা মরে,
যোগ দিলো তারা ভাষা মুক্তির সৈন্যদলে।
আদিম উল্লাস বর্বরতার আর নৃশংসতার,
রুখে দিলো বাঙালি যুবকেরা সংকল্পে তার।