একদিকে সীমাহীন অশিক্ষার অন্ধকার,
অন্যদিকে ভারতীয় মেধার জয়জয়কার।
অর্ধ শতাব্দীর বেশি স্বাধীনতা অতিক্রান্ত,
স্বপ্ন ও স্বপ্নভঙ্গের সহাবস্থানে প্রজাতন্ত্র।
উড়েছিল প্রথম পতাকা হয়ে আনন্দে মত্ত,
বাস্তবায়নে মেটেনি সে আশা নিদারুন সত্য।
ভারতীয়দের উপস্থিতিতে হলো ধনকুবের সংঘ ,
আর একদিকে নিদারুন দারিদ্রের বন্দোবস্ত।
এভাবেই চলেছে যুগলবন্দী ভারতের গণতন্ত্র ,
আখের গুছিয়ে জপে যাচ্ছে নেতারা......
"মেরা ভারত মহান হ্যায়" মিথ্যা মন্ত্র।