আজ বিশিষ্ট বাঙালি কবি ও মহিলাদের অধিকার কর্মী কামিনী রায় এর ১৫৬ তম জন্মবার্ষিকী। তিনি ব্রিটিশ ভারতে অনার্স সহ স্নাতক প্রাপ্ত প্রথম মহিলা। তিনি একটি বিশিষ্ট পরিবারে বেড়ে উঠেছিলেন এবং তার সক্রিয়তা এবং কবিতার জন্য সুপরিচিত ছিলেন। কবি একবার লিখেছিলেন  "কেন কোনও মহিলাকে ঘরে সীমাবদ্ধ রেখে সমাজে তার উপযুক্ত স্থান অস্বীকার করা উচিত?"এবং ১৯26 সালে বাঙালি মহিলাদের ভোটের অধিকার জিতে সহায়তা করার জন্যও কাজ করেছিলেন। তিনি সাহিত্যের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করেছিলেন এবং ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তরিনী পদক প্রদান করে। ১৯৩৩ সালে কামিনী রায় মারা যান।


অতি সম্প্রতি বাংলা কবিতার পাতায় সংযোজিত হয়েছে কামিনী রায়ের নাম।


আসুন আমরা সবাই এই কবিতা ডট কমের পক্ষ থেকে তাঁর ১৫৬ তম জন্মদিনে জানাই তাঁকে শ্রদ্ধাঞ্জলি।


পাছে লোকে কিছু বলে – কামিনী রায়


করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ মত উঠে চিন্তা শুভ্র কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে আঁখি সযতনে ...