(১)
কি নামে লিখবো চিঠি বিনা নাম দিয়ে,
শব্দ খুঁজে পাইনা যে ওগো মোর প্রিয়ে।
নয় কবিতার কৌশল,
নেই কোনো মনের ছল।
দুজনে কাটাবো সময় হারিয়ে গিয়ে।


(২)
দেরী যে সয়না প্রিয়ে শুনবো যে গান,
সে গান শুনে জুড়াবে আমার যে প্রাণ।
আবেগের মালা,
মেটাবো যে জ্বালা।
ভগ্ন-হৃদয়ে দাওনা তুমি কিছু জান।


(৩)
আসো যদি ফেলে যেও তোমার যুথির মালা,
শুরু হবে তবে আমার কাব্য লেখার পালা।
হৃদয়ে গাঁথবো,
দুচোখে দেখবো।
কবিতা লিখেই নয় মেটাবো মনের জ্বালা।