খুললাম আজ স্মৃতির পাতা,
খুলে দেখি সব ছাতার মাথা।
মনটা আমার করি তাজা,
তুই রানী আর আমি রাজা।
তোকে যখন জড়িয়ে ধরি,
বললি তুই লাজে মরি।
লুকিয়ে দেখি তোর ছবিটা,
সুইট লাগে তোর মুখটা।
বেহিসেবি ঝড়ের বেলা,
লুকোচুরি করি খেলা।
তোর ওই লাজুক হাসি,
বাজাই আমি পোড়া বাঁশি।
শুরু যখন লাভ ম্যানিয়া,
থোড়াই কেয়ার এই দুনিয়া।
প্রাণটা আন-চান করে,
বুকটা আমার জ্বলে মরে।
দুপুরে কাঠ ফাটা রোদে,
দাঁড়িয়ে থাকি তোরই তরে।
এই ভাব আর এই আড়ি,
রাগ করে তুই গেলি বাড়ি।
ভাবি আমি পিছু ফিরে,
কপালে কি আছে পরে।
তুই যে মনের কাছাকাছি,
স্মৃতি হাতড়ে বেঁচে আছি।