কবিতা কোনো প্রসাধন নয়;
তাকে লালন করতে হয় সযত্নে,
আর সেটাই কবিতার নিউক্লিয়াস।
কবিতার নিউক্লিয়াসের বলয়ে ঘুরপাক খাচ্ছে  
অজস্র ইলেক্ট্রন কণাগুলো ;
আর নিউক্লিয়াসটি ধরে রাখছে
আমার কবিতার শব্দগুলো।
মনের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে তারা ,
খুঁজে দেখছে মনের অলিন্দটাকে।