আতর ঢেলে দাও আমার মনে,
বাতিগুলো জেলে দাও এই আসরে।

আলোর ঝল্কানিতে ধুয়ে মুছে যাক সংশয়,
তোমার স্পর্শে জাগুক আমার হৃদয়।
প্রেমের গান গেয়ে ভরিয়ে দাও আজ,
মনের কাঁটাঝোপে ফুল ফুটিয়ে দাও।

তোমার ওই মিষ্টি হাসির ঝর্ণাধারা,
আমার প্রাণে বয়ে যাক অবিরাম।
বাতিগুলো যাকনা আগুনে পুড়ে ,
তবু প্রেম থাকুক অটুট চিরকাল ।

আসরের আলো মাঝে তারা হয়ে জ্বলো ,
আমার হৃদয়ে রবে তুমি রাগমালা হয়ে।
শরতের আকাশে ভাসে হারানো দিন,
হৃদয় ভেসে বেড়ায় স্মৃতির বিন বয়ে।

তোমার স্পর্শ ছিল কি কুয়াশার মাঝে?
নাকি শুনতে পাই মিশে থাকা মৃদু বাঁশি।
উদাসী বেলাতে কষ্টের সুরে
সন্ধ্যা হতে খুঁজে তোমার হাসি।