কোনো এক বৃষ্টি ভেজা রাতে
হটাৎ যদি তুমি চলে আসো
বৃষ্টির তোয়াক্কা না করে আমার ঘরে।
আমিই না হয় বৃষ্টি হয়ে যাবো
রূমঝুম বৃষ্টির তালে তালে
তোমার শরীরের ঘ্রানে।
মিলন নাই বা হলো,
কি এসে যায় তাতে?
আঁধারে বিদ্ধ হবে সেই মুহূর্ত ;
কল্পনায় গড়ে নেবো ভালোবাসা,
বৃষ্টির ফোঁটা স্পর্শ করে অবচেতন মনে।