জন্ম : ১২ই অক্টোবর , ১৮৬৪


! কবি, অধ্যাপক , সমাজসেবী
! ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক
! লিখতেন "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে
! বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ সভাপতি ছিলেন
! পেয়েছেন জগত্তারিণী স্বর্ণপদক
! উল্লেখযোগ্য কাব্য : আলো ও ছায়া , মাল্য ও নির্মাল্য, মহাশ্বেতা


উচ্চ কূলে জন্ম ব'লে কত দিন আর
ভাই বিপ্র রবে তব এই অহংকার ?
কৃতান্ত সেই কুলীনের রাখে না তো মান.
তার কাছে দ্বিজ শূদ্র পারীয়া সমান।
তার স্পর্শে যেই দিন       পঞ্চভূতে দেহ নীল
ব্রাহ্মণে চণ্ডালে রোহে কত ব্যবধান ?


খ্যাতিমান কবি কামিনী রায়ের ১৫৯ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
বিশিষ্ট বাঙালি কবি ও মহিলাদের অধিকার কর্মী কামিনী রায় এর ১৫৯ তম জন্মবার্ষিকী। তিনি ব্রিটিশ ভারতে অনার্স সহ স্নাতক প্রাপ্ত প্রথম মহিলা। তিনি একটি বিশিষ্ট পরিবারে বেড়ে উঠেছিলেন এবং তার সক্রিয়তা এবং কবিতার জন্য সুপরিচিত ছিলেন। কবি একবার লিখেছিলেন  "কেন কোনও মহিলাকে ঘরে সীমাবদ্ধ রেখে সমাজে তার উপযুক্ত স্থান অস্বীকার করা উচিত?"এবং ১৯26 সালে বাঙালি মহিলাদের ভোটের অধিকার জিতে সহায়তা করার জন্যও কাজ করেছিলেন। তিনি সাহিত্যের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করেছিলেন এবং ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তরিনী পদক প্রদান করে। ১৯৩৩ সালে কামিনী রায় মারা যান।


আসুন আমরা সবাই এই বাংলা কবিতা ডট কমের পক্ষ থেকে তাঁর ১৫৯ তম জন্মদিনে জানাই তাঁকে শ্রদ্ধাঞ্জলি।