প্রিয় কবি কবীর হুমায়ূনে'র 'মোবাইল' কবিতাটি পড়ে এই কবিতাটি লেখার আগ্রহ জাগলো মনে আর সেই আগ্রহের ফাঁদে পড়ে এই কবিতাটি লিখে কবি কবির হুমায়ুন কে ভালোবেসে এটি নিবেদন করলাম।  


সবার আদরের স্মার্টফোন...।।
তুমি যখন প্রথম এসেছিলে
নব বধূ হয়ে আমার বুকের মাঝে,
পড়তে আটপৌরে শাড়ি;
না ছিল তাতে কোনো উচ্ছাস, না ছিল কোনো আবেগ,
ছিলনা কোনো উল্লাস, ছিলনা বিস্ময়,  ছিলনা উচ্ছলতা।


অনুভব করেছিলাম ....
এ যেন এক জীবনের দুর্লভ বিলাস,
গরিবের ঘরে বেনারসি শাড়ির মতো ঐশর্যময়,
সুখে-দুঃখে মনটাকে করেছিলে অনন্ত মিশ্রিত।


সময়ের সঙ্গে সঙ্গে যৌবন হয় গত,
বিগতশ্রী , দৃষ্টি বিদ্যুৎহীন............
কিন্তু তুমি ঠিক উল্টো;
দিন দিন তোমার শ্রীবৃদ্ধি হয়ে তুমি এখন সুপারস্মার্ট।
জীবনকে করে দিয়েছো বিচিত্র,
তোমার দৌলতে পৃথিবী এখন মুঠোয় বন্দি।
হৃদয় নিংড়ানো ভালোবাসায়,
মনটাকে করেছো রসঘন ও কমনীয়।


অবগাহন করেছো স্মৃতির ধারায়,
স্মৃতি মুছে ফেলে এলে বাস্তবের প্রত্যক্ষ ভূমিতে,
অদৃশ্য হয়ে গেছো নিঃশব্দে।


এখন স্মার্টফোনে যেন পাই ..........
হাসনুহানার তীব্র সুবাস দিনে ও রাতে;
মন হয়ে যায় উতলা আকুল আর গন্ধবিহ্বল।