নির্ঘুম রাতে তোমার গ্রীবা ছেড়ে
দীর্ঘশ্বাস ছুঁয়ে ফেলে খোলা জানালার ল্যাম্পপোস্ট
প্রতিবিম্বের চোখে জেগে ওঠা ইট চাপা ঘাসের মুখ
ফ্যাকাশে রঙে তোমার প্রতিটি সকাল কেড়ে নেয়
আলিস্যি ভরা বিষণ্ণ ভরা চুমুক


অত:পর তড়িঘড়ি করে সময় ছুট দ্যায়
ঘড়ির কাটা রক্তচোখে তোমাকে দ্যাখে
বাহারী পোষাকের ভীড়ে নাভিশ্বাস আঁকড়ে রাখে নিউরন
তবু তুমি বুক জুড়ে পুষে রাখো লালিত সেই দহন


ওদিকে প্রার্থিত ধূলোর গল্প
হাওয়ার তোড়ে হারিয়ে গেছে কর্পোরেট জংগলে
দিন শেষে ছুঁয়ে যাবে সমীকরণ, হিসেব করা পয়মন্ত সুখ
সেই ভাবনায় জমে থাকে আমাদের অলীক অসুখ