স্রোতের গল্প চাপা পড়ে গেছে বালু ঝড়ের নীচে
পিছের গল্প ধোঁয়াশা ক্রমশঃ বিস্মৃতির ক্ষয় রোগে,
তবু শোকের আদরে জীবীকার তাগিদে কেউ কেউ নিচ্ছে গুঁজে
বুঝে না বুঝে মগজের ভাঁজে মুখস্ত অভ্যাসে মেধার কারুকাজে
কোথায় তোমার প্রিয়তমার বিচরণ ভূমি
যে রুপের মোহে একদিন মগ্নছিলে তুমি
আহা স্নিগ্ধ-শ্যামলরূপ পাখিদের কলতান যান্ত্রিকতা চুপ
আহা ধানসিঁড়ি যৌবন পেরিয়ে আজ নগ্ন কংকাল রুপ ...


প্রযন্তে প্রেমের কবি
তোমার তো ফেরার কথা ছিল আবার
পুনজন্মের গল্পে ভিন্ন ভিন্ন বেশে
মোহময় রুপের আগুন লাগা অশ্বত্থ তমালের দেশে
যেখানে বয়ে গেছে যৌবনবতী ধানসিঁড়ি বারো মাস
সেখানে আজ বৃক্ষহীন টেউ হীন গুমট বাতাসের হাঁসফাঁস


প্রিয় কবি
তুমি কি আসবে ফিরে?
যৌবনহীন প্রেমিকার জলহীন আচলের ভাঁজে
নর্দমার ভাগাড়ে মাছিদের উর্বর সংসারে;
রিয়েল এস্টেট উদ্যান অশ্বত্থ তমালহীন
নির্জনতা জুড়ে রাশি রাশি ডাস্টবিন
... কোথায় উড়াবে তোমার শঙ্খচিল ?


মৃত প্রেমিকার ফসিলে কে বলো ছুঁয়ে রাখে হাত ?
বীভৎসতা নিগুঢ় প্রেম হয় না, হয় আর্তনাদ
অস্থি থেকে খসে গেলে টান টান মোহময় মাংসের প্রলাপ
কবে কোন কবি প্রিয়তমা বলে জমিয়েছে প্রেমের আলাপ?
প্রেমের পলেস্তর থেকে ছন্দ গন্ধ লাবণ্য উড়ে গেলে শেষে
কে ফিরেছে আবার ব্যকুল তৃষ্ণা নিয়ে দুরন্ত চাতকের বেশে,


থ্যাঁতলানো মুখের পুঁজে ভরা রমণীর মত ধানসিঁড়ি আজ
লোলুপ ভূমিখোরদের নগ্ন দখলে হারিয়ে গেছে মুগ্ধতার ভাঁজ
হে প্রেমিক ফিরে এসে জাগবে তো প্রেম তোমার ?
ছুঁয়ে ছুঁয়ে জ্বোনাকিহীন চাঁদহীন হিংস্র কালের আঁধার ...


.......প্রত্যয় প্রশান্ত...... ০৫/০৪/১৮