আর যে না পারি শান্ত থাকতে,
তিরিশটা দিন পর-
চারি ধারে কত মৃত্যু মিছিলে;
ভরেছে করোনা ঝড়।


কতদিন আর রইবো আলয়ে,
শিকলে বাঁধা যে ঘর-
সদা সবখানে রয় হাহাকারে;
কেমনে উঠাবো স্বর।


যে মুঠোফোন সদা ছিল সাথে,
লাগছে আজি সে পর-
কিছুই যে আজ ভালো না লাগে;
এতো বন্দি দশার পর।


করোনার এত ভয়াল লীলাতে,
কবে যে থামবে ঝড়-
সভ্যতা কবে হাসবে আলোতে;
নব সূর্য ওঠার পর।