স্বপ্নদেখা রাতের মাঝে তুমি মোহময়,
ধূসর মাখা ছায়ায় দেখা স্মৃতি মুখ-
তোমার কায়ায় ঊষা রাঙা রৌদ্র কিরণ;
তবু ছোঁয়াহীন ভরে না যে মোহ সুখ।


স্মৃতিরসে সুধা জমে সারা অঙ্গে,
জোছনা নামে জলে ভেজা শহরে-
মায়ামাখা কবিতা না গড়ে তোমার তরে;
ভেসে চলে স্মৃতিমাখা কথা লহরে।


মন্ত্র মুগ্ধে তন্দ্রা মোহে কত কথা,
মাতাল পবন দোলন জ্বালায় দিগ্বিদিক-
নীড়হারা পাখির মেলায় উড়ে কোথাও;
শীত কাঁপিয়ে ফাগুন জাগে চারিদিক।