কাল সারারাত বৃষ্টি রাণীর ঘুম ছিল না মোটে,
মেঘ ভাইকে সঙ্গী করে সে দিকদিগন্ত ছোটে-
রূপসী মা, চাঁদনি - দুচোখে তার ঘুমের ঘোর;
সুখী পরিবার, বৃহস্পতিবার, পাখি ডাকা সুর বৃষ্টির ভোর।


ঘুমের আমেজ স্বপ্নে মাতাল হৃদয় আবেগে ফাঁকি,
উদাস ঘরে বাদল সাঁঝে আছে তো অনেক বাকি-
মেঘের কোলে বাদল রাণী সহসা যেও না চলি;
তাইতো আজি হৃদয়তায় বাঁচার আশায় বলি।


রক্তাভ ঐ পূর্বাচলে অর্কজ্যোতির শ্বাসে,
নবদিনমণি প্রতিদিন যে কি স্বর্গীয় সুধায় ভাসে!
প্রকৃতিতে বুঁদ,অব্যর্থ ওষুধ, মন খারাপের দরুন-
করোনাকাল, মানুষ নাকাল, রক্ষে ভোরের অরুণ।