রয়েছি ভীষণ যে সংশয়ে,
হতাশ হৃদয় বুঝি দংশনে -
বন্ধু সে এক মনন মাঝে ;
হয়ত থাকে বিরাগ শাখে।


বুঝিনা যে করছি কি ঠিক ?
নানান জ্ঞাপন পাঠিয়ে সঠিক,
হয়ত বারেক মোর ঐ লেখায়-
আমর্ষ ভাব প্রকাশ সেথায়।


মনের বিরোধে বাধ্য সে হয়-
মন না নিয়েও উত্তর দেয়;
বলতে পারো করি কি যে,
পুনঃআলাপে বাঁধবো তাকে?
                              
আলাপন মাঝে ভাবে ও যদি,
এই শুরু হল প্রলাপ বুঝি;
নীরবতার শান্ত ধারায় -
স্তব্ধ থাকাই মোর মন সায়।