নয় বড় বড়দিন সময়ের মাপে যে,
বড় আজ, শুধু সে উৎসব মেজাজে-
দিন আজ বড় হয় খ্রিস্টের জনমে;
মহিমার গিরিরাজে বড় হোক মরমে।


নিম্নতা খর্বতা বিকৃতি বড় আজ,
মানবিক ভাবনা হীনতাই বড় কাজ -
হোক বড় অনুভূতি ডুবে যাক খলতা;
বড় মনে নিভে যাক যত কিছু নীচতা।


মননের আক্রোশ বড় জমে দুনিয়ায়,
বড় হয়ে মিশে যাক পাতালের আঙিনায়-
বড় হোক সম্প্রীতি রক্ষায় কবজে;
বড় হয়ে ভরে যাক শান্তির সবুজে।


যত আছে অন্ধতা বড় হোক হৃদয়ে,
থাক শুধু সরলতা বড় মাপে সদয়ে-
শোষণের নাগপাশ বড় আজ ভবেতে;
বড় হোক জ্বালাময়ী প্রতিবাদ সবেতে।


বড়দিনে বড় হোক যত কিছু কামনা,
বড় হয়ে ঘটে যাক সব যত বাসনা-
জ্বলে যাক পুড়ে যাক বড় বড় ক্লেশতা;
বড় হয়ে ফুটুক যে মরমের ফুলটা।