মেঘলা আকাশ অশ্রু ভরা আঁখি,
ঠোঁটের কোণে চন্দ্রকলা হাসি-
সূর্যমুখী গগন পানে চেয়ে;
পাহাড় ঢালে ঝর্না নামে বেয়ে।


পাড়ের টানে আছড়ে পড়া ঢেউ,
তার ঠিকানা জানে নাতো কেউ-
অশ্রু ভেজা অতীত সবুজ পাতা;
নাই তো কলম রয় যে খোলা খাতা।


বঙ্গলিপির পাতায় পাতায় লেখা,
যে লেখাতেই ভালোবাসতে শেখা-
পাতার খাঁজে লুকিয়ে রাখা চিঠি;
এখন সে সব মন আঁধারে স্মৃতি।


চিঠির কলির শব্দে আঁকা ছবি,
রঙ্গীন ভরা অতীতের জল ছবি-
সে সব দিনের সবুজ পটে আঁকা;
আজ তো হায় সবই আঁকা বাঁকা।