প্রথম যেদিন ক্লাসের ঘরে,
স্কুলের জীবনে হলো যে ঠাই-
বইয়ের খাতায় খেলার ছলে;
চার মূর্তির দেখা যে পাই।


ছেলেবেলার স্মৃতির পাতায়,
কত খেলার কথার মালায়-
মাতিয়ে মনের মণিকোঠায়;
সোহাগ ভরে হৃদয় মেলায়।


আজ হায় তাই কোথায় পরাণ,
হারিয়ে গেল চারটি প্রাণ-
বিধির বিধান অকাল প্রয়াণ;
অবশ হৃদয়ে কাটলো তান।


কোথায় কবো প্রাণের স্মৃতি,
ছোট্ট বেলার বন্ধু পাঁচ-
ভগ্ন আজি একলা প্রীতি;
মিলবো মোরা ভবের পার।



[[ আমার ভাতৃসম অরিজিৎ তার সেই ছোট্টবেলার হৃদয়ের চার বন্ধুকে একে একে হারিয়ে আজ তার সর্বশেষ প্রাণের বন্ধু চিরতরে হারিয়ে গেল। শেষ হয়ে গেলো তার চার বন্ধুর সকল আত্মীয়তার সুহৃদ বন্ধন। আজ বড় একলা অরিজিৎ। ভগ্ন হৃদয়ে মনের মণিকোঠায় আঁকা হয়ে থাকা সেই নিষ্পাপ বন্ধুত্বের স্মৃতি রোমন্থন ছাড়া আর কিছুই জাগরিত নয়। ছিঁড়ে গিয়েছে সকল যোগসূত্র। হয়ত সমস্ত ভবের লীলা সাংগ করে কোনো একদিন তারা আবার একসঙ্গে মিলিত হয়ে স্মৃতির ভেলায় ভাসতে পারবে। সর্বশক্তিমান এর কাছে অরিজিতের চার বন্ধুর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি 🙏 ]]