তোমার ওই রূপের অনলে পোড়ালে আমায়,
মন তো চায় যে ছুঁয়ে দেখতে তোমায়-
মায়াবী আঁখির প্রেমের তীরে বিধলে আমায়;
ফুল যে তুমি ফুটেছো জুড়ে মন আঙিনায়।


চন্দ্র সুধায় রং মাখা তুমি জ্যোৎস্না ডালায়,
সুবাস মুকুল সুরভী মাতাল রঙিন মালায়-
প্রেমের মাধুরী মিশিয়ে দেহে করলে আমায়;
রঙিন পাখায় মাতলো তব রূপের ছোঁয়ায়।


জীবন কয়েক দিবস নিয়ে দুখের ছায়ায়,
মনন কোণে তৃষ্ণা তবু না যে মেটায়-
রূপের ডালি সাজিয়ে ফেরো শুষ্ক কায়ায়;
মায়ায় হৃদে ফলগু স্রোতে বিষাদ জালায়।


হায় বিধাতার সৃষ্টি এ কি কঠিন দোলায়,
রূপের আগুন জ্বালিয়ে মনে নাও যে বিদায়-
পূর্ণ জীবন সাধন ভরে কি সেই ব্যথায়;
জনম সকল সিদ্ধ তব পূজন ক্রিয়ায়।