আমি হারিয়ে যাই কোন সে অমিল সুখে,
বৃষ্টিসিক্ত রাতের তমসা মাখা রূপে-
গুপ্ত ব্যথারা উঁকি মারে সেথা;
নিরস নিঝুম স্বপ্নভরা নেশা।


আমি হারিয়ে যাই এলোকেশীর সুরে,
আবেগসিক্ত মায়ার বাঁধন খুলে-
নিটোল নরম কোমল হাতের ছোঁয়া;
সাক্ষী শুধু কত চাওয়া পাওয়া।


আমি হারিয়ে যাই কোন সে সাধনা তীরে,
ক্লান্ত পথিক শ্রান্ত ভুবন নীরে-
ভবের বেলা বয় যে কঠিন ব্যথায়;
দোদুল্যমান জীবন পথের কাঁটায়।


আমি হারিয়ে যাই মায়াবী প্রেমের কায়ায়,
সারাটা দিনের ব্যস্ত জীবন ছোঁয়ায়-
অভিমান ঝরে সেথা ব্যস্ত ভরা কূলে;
সেই তো আমি আসি ফিরে সব যে কিছু ভুলে।