জীবন দেখেছি কত আঁকা বাঁকা পথে,
দেখেছি তো তাকে শত চেতনার ফাঁকে-
জীবন যে না ভাসে সোজা সাদা পথে;
কভু সে তো চলে চড়ে স্বপনের রথে।


জীবন দেখেছি যেতে নদী খরস্রোতে,
ক্লান্ত প্রবাহে বয়ে শ্রান্ত পথে-
লাগে বড় অচেনা বিস্ময় সাথে;
অনুভূতি একরাশ প্রত্যয়ে ভাসে।


জীবন দেখেছি একা চোরাবালি মাঝে,
কল্পের জাল বুনে হৃদয়ের সাথে-
আত্মার কালো মেঘে আঁধার নামে;
রঙ্গিন স্বপন দেখি দুটি আঁখি পটে।


জীবন দেখেছি ভাসে অজানার স্রোতে,
বিশ্বাস খুঁজে ফেরে মানবতা মাঝে-
নিরাশার বুক চিরে আশায় মাতে;
মননে লুকায়ে দুখ সুখের খাঁজে।