ক্লান্ত দুপুর শ্রান্ত সাঁঝে,
চলেছি কঠিন কোন্ সে পথে;
জীবন সমর জয়ের বাঁকে-
দ্বিধা সংশয় কত কি সাথে।


কোন সে আলোর মিলন বেলায়,
মিলবে পথের কোন্ সে দিশা-
কান্ডারী তুমি পাবো যে কোথায়;
খুঁজে ফিরি তাই অহঃ দিবা নিশা।


পথের দিশারী কোথায় দাঁড়ায়ে,
কোন সে পথের কোন সে বাঁকে-
চিত্ত মননে থাকো গো হৃদয়ে;
স্বপন সাজাই তাই সদা ফাঁকে।


জীবন জ্বালা ভুলি কোন্ তীরে,
ভবো সুর প্রাণে জীবন মাতি-
স্নেহের আশিষ রাঙাও শিরে;
নীলাকাশে করো আমায় সাথী।