খুঁজেছি চেনা ঐ নদীমোহনায়,
নিঝুম রাতের ঘন জোছনায় -
খুঁজেছি গ্রীষ্মের প্রখর প্রতাপে;
লাজুক বরষার অঝর প্রবাহে।


খুঁজেছি বসন্তের রঙের মায়ায়,
তুমুল শীতের মায়াবী ছোঁয়ায়-
খুঁজেছি বৈশাখের পাগল হাওয়ায় ;
শত অভিমানী নীরবে তোমায়।


কত ভালোবাসা হায় খুঁজেছি,
পলাশের ওই শীতল ছায়ায় -
খুঁজে ফিরি কেবলই স্বপ্ন মায়ায়;
পাইনি খুঁজে আজও পলকে তোমায়।