সবুজ হলুদ খোলের ভিতর,
বেশতো সফেদ রাজা-
ফলের তরে সবাই কাতর;
মিঠে নরম তাজা।


মূল্যে রহে সবার পিছে,
হরেক নামের বাহার-
যখন তখন ক্ষুদার মুখে;
পুষ্টি ভরা আহার।


ইস্টিশনের রেলের ধারে,
দেখবে সবাই গাছটা -
চাষের খরচ নাইকো লাগে;
দিব্যি ফলায় ফলটা।


শুধাই এবার বলো তবে,
লম্বা ফলের নামটা -
বৃদ্ধ শিশু পেটুক সবে;
দিও কলার দামটা।