উধাও কোথায় সেই সব দিন,
সেই সব ছোঁয়া কথা-
সীমারেখা ভরে অন্ত খুঁজি;
যোগ বিয়োগের ব্যথা।


আশা নিরাশার মেঘের কোলে,
কোথা গেল অভিলাষা-
জড়িয়ে হৃদয় ভুবন গোলে;
খুঁজে নাই পাই ভাষা।


নিয়ম রীতির গভীর জীবন,
অনুভূতি গেল হেরে-
কোথা গেল সব বংশ কথন;
বাঁধন গেল ছিঁড়ে।


হাহাকার কত পরিজন ঘিরে,
কুটুম্বিতার ঘ্রাণে-
আজ হায় শুধু দেখি চেয়ে ফিরে;
ক্ষোভ পীড়া জমা প্রাণে।