অবুঝ হোসনা ঘরে থাক তোরা,
ভয় ডর কিছু নাই রে ?
এত মানা তবু না করে স্বীকার,
পথে বার হোস কেনো রে ?


শিক্ষার ঝুলি খালি যায় রয়ে,
বুঝেও অবুঝ কেন রে ?
মরণ কামরে যদি হোস সাথী,
পাশে কি পাবি কাউরে ?


কি আর করি বলি তাদেরও,
শিক্ষায় ভরা মাথা রে-
অচল ধরণী জেনেও কেমনে-
পথেই মাতন কেন রে ?


এই তো কদিন বন্দী দশাতে,
কেটে যাবে দিন ভালো রে;
একটু সজাগ একটু নিষেধে-
জয়তু: ভবতি বাঁচো রে।