মেঘের ভেলায় সাঁতরে সে এক মেঘ বালিকা আসে,
পালক ডানার মিষ্টি ছোঁয়ায় হৃদয় দোলায় ভাসে-
মুগ্ধ ভরা মধুর সুরে বাঁশীর সুরেল ডাকে;
পাগল করা মাতন চোখে স্বপ্ন রজনী কাটে।


ঘুমের দেশে স্বপন মাঝে মাতাল চোখে দেখি,
উদাস নীরে একলা সাঁঝে অলীক সুখের আঁখি-
মেঘ দুহীতা অন্তরতায় হঠাৎ যেওনা চলি;
তাইতো সদা হৃদয় ভ'রে বাঁচার কথা বলি।


আকাশ কুসুম ভাবনা কত বাসা বাঁধে মনো শাখে,
নিদ্রা হঠাৎ যায় যে ভেঙে আবেশ কল্প আঁখে-
মেঘ বালিকা যায় যে চলে স্বপ্ন মায়ার দেশে;
ব্যথায় ভরে হৃদয় আশায় আবার কবে সে আসে।