হিয়ার আধারে শুধু ভরা নীরবতা,
মননে যায় যে থেকে কত নিবিড়তা-
তমশায় মন খোঁজে বৃথা যে আঁধার;
আলোমাখা বুক চায় আড়ালে থাকার।


ক্লান্তির অজানায় কিছু থেমে থাকা,
আলেয়া পথের খোঁজে মানবতা মাখা-
স্পৃহা কিছু নিয়ে যায় বাসনার ভূজ;
নবতম সীমা মাঝে মন যে অবুঝ।

রুদ্র প্রলয় হৃদ কোমল নিষাদ,
মুছে দিয়ে যায় কে বিরহ বিষাদ-
বাদল মেঘেতে ভাসে মায়ার সকাল;
হাসনুহানার কোলে উদাস বিকাল।