মনটারও হয় চমক ভাঙ্গা প্রেম,
মনটা খোঁজে গণ্ডি ছাড়া ফ্রেম-
মনটারও হয় গগন মাঝে ভাসা;
মনটা খোঁজে দুরন্ত সেই আশা।


মনটারও হয় কান্না, হাসি, আড়ি,
মনটা খোঁজে হিসাব নিকাশ তারই-
মনটারও হয় আশা দিবা নিশা;
মনটা খোঁজে নিখাদ ভালোবাসা।


মনটারও হয় আবেগ ভরা নেশা,
মনটা খোঁজে মনের মানুষ সেথা-
মনটারও হয় মায়ার টানে যাওয়া;
মনটা খোঁজে হৃদয় পরশ পাওয়া।


মনটারও হয় ক্লান্তি গ্লানি মায়া,
মনটা খোঁজে ক্ষুধার্থতার ছায়া-
মনটারও হয় মন খারাপের পালা;
মনটা খোঁজে আর্তনাদের বেলা।


মনটারও হয় হঠাৎ করে হারা,
মনটা খোঁজে সুখের কড়া নাড়া-
মনটারও হয় অমোঘ প্রেমের দয়া;
মনটা খোঁজে আলিঙ্গনের ছায়া।