তুমি থাকো তোমার তালে,
আমি থাকি আমাতে-
চলার হিসেব রয় যে পড়ে;
দিন বয়ে যায় মেলাতে।


জীবন পথের আজব চাকা,
জমছে কত যোগ বিয়োগ-
অঙ্ক গুলো কঠিন বাঁকা;
মস্তকে তাই ভীষণ রোগ।


ভব খেলায় আজ যে কত,
হরেক স্বাদের কথার ছল-
তীরের ফলার স্রোতে যত;
পাশা খেলার যাঁতা কল।


উঠছে ভরে জীবন নাটক,
বচন বাহার প্রহসন-
হৃদয় ছোট ধোঁকার চটক;
হার আর জিতের অনশন।


জীবন ভীষণ ব্যস্ত সদা,
নেই যে শ্রদ্ধা প্রবীণ জন-
লড়াই কেবল খেতাব জেতা;
নব রসে জাগুক পুরাতন।