নামটি তোমার মিষ্টি বেশ ফুলের সুবাস কায়ায়,
শান্ত সজল তৃপ্ত মধুর তোমার ছায়ায় ছায়ায়-
ইন্দ্র মধুর রঙটি নিয়ে সোহাগ বুকে বেঁধে;
সুখের স্পর্শে উঠুক ভরে হৃদয় খানি জেগে।


ফুলকন্যার আবেগ প্রখর গগন কুসুম ভেলায়,
বিনিদ্র রাত তোমায় মেখে ফোটে ফুলের মেলায়-
নিত্য দুকূল ভরিয়ে দিয়ে নদীর স্রোতে ভেসে;
চিত্ত ভরে নামটি ডেকে ছোঁয়াও ভালোবেসে।


উজাড় করে শীতল ভোরে গভীর চেতন খেলায়,
উষ্ণ পরশ বুলিয়ে আদর মনন হরণ পালায়-
রূপেশ রাঙা লালিমা নিয়ে স্বপ্ন আমেজ মেখে;
ফুলদুহিতা দোলায় মণি ভাসায় সুখের দেশে।


নয়নতারার আলোক ঝরা শোভার ডালি ভরায়,
চাঁদের মালায় ময়না মতি হৃদয় ছোঁয়ার বেলায়-
পাহাড় চূড়ায় মেঘের কোলে দুষ্টু হাসি হেসে;
ইঞ্চি খানিক আদর দিও তন্দ্রা মোহের শেষে।