কত কি আছে নাট্য ভুবনে,
কি বা লাগি এত অভিনয়-
প্রাণভরা পটে সবই তো মাটি;
ছবি আঁকা বাঁকা জ্বালাময়।


মোরা ভাসি সুখ দুখের শ্বাসে,
গড়ে চলি শত রেষারেষি-
প্রাণের বাতি শেষ হলে পরে;
থেকে যাবে দর কষা-কষি।


সব কিছু রেখে বিদায় ভেলায়,
করি দান যদি আঁখি টুকু-
জীবন মালার তৃপ্ত আবেগে;
ধরা মাঝে রাখি স্মৃতি টুকু।


দুইজন বাঁচে দ্যুতির কিরণে,
দেখবে জগৎ মোর আঁখিদ্বয়ে-
ভোগ বাসনা কলহ জটায়;
তৃপ্ত প্রাণের ভাবাবেশ লয়ে।


এসো তবে আজ করি যে শপথ,
মরণের পরে বাঁচি দুটি প্রাণে-
অন্ধ জনের হৃদয় আঁধারে;
জীবনের সেরা নয়নের দানে।