সময় যে বহে তালে, যায় কিছু কথা রয়ে,
মন আধারের ধমনী শিরায় কর্ম স্রোতে বয়ে।


সুরের পাখি দূরে উড়েও না যে ফুরায় রেশ,
সুকান্তবাবুর কর্ম রূপে মুগ্ধ তারই আবেশ।


যায়না ভোলা নিষ্ঠা বোধের কলস ভরা স্মৃতি,
আপন হৃদে মনন ধারায় বুক বাধা ক্রীড়া রীতি।


দপ্তরে তুমি কান্ডারী মম, নিখুঁত শাসন নীতি,
ডেপুটিবাবুর হরেক স্বজ্ঞা আবেগে ভরা স্মৃতি।


স্বতন্ত্রতার কর্ম জীবন, বিদায় বেলার সাঁঝে,
অপরূপতার রসের তানে ভরুক সবার প্রাণে।


তবু বলি আজ, নয় অবসর জ্বলুক কর্ম জ্যোতি,
অভিভূততার কার্যবোধে স্তব্ধ না হোক গতি।