মোহনায় মেশে সৌর জটা,
মেঘলা ঢেউয়ের কোলে-
আঁকছি তোমার প্রতিকৃতি;
সাগর বেলার তটে।


আত্মা মাঝে লৌহ নোঙর,
আসল নকল কোনটা-
প্রতিকৃতির রোজ নামচা;
বুঝবে না তো মনটা।


পরশ গুলো না হয় আজি,
অজানা হৃদয় পানে-
হরেক বাহার তুলির টানে;
অবয়ব খোঁজে মানে।


হিয়ায় ভাসে মনন ভাষণ,
জনম জনম সাঁঝে -
নিটোল নরম উষ্ণ আনন;
ওষ্ঠ যুগল মাঝে।