সময় চক্র চলছে পথে,
ওলোট পালোট শত রূপ-
স্মৃতিগুলো সব চিনতে শেখায়;
কোনটা মুখোশ, কোনটা মুখ।


কালের তালে অধিকার সব,
মিশে চলে যায় শূন্যতায়-
প্রত্যাশা আর ইচ্ছা সকল;
প্রকাশ না পায় মান্যতায়।


জীবন স্রোতের তরণী মাঝি,
ভেসে যায় পালে সুখ তুলে-
কভু তা দোলে দুখের তাপে;
অভিমান যতো যায় ভুলে।


কুটাম্বিতা ফুলের মতো,
সূর্য পানে মুখ তাকায়-
মানুষ তবু স্বার্থ বানের;
তীরধনুকে হাত পাকায়।


মানবতা তবু হারিয়ে গেলে,
খুঁজে পাওয়া যায় বহু ক্লেশে-
না বদল যদি হয় মানুষের;
ভব খেয়া ডুবে যায় শেষে।