সারি সারি ছিল কত যে গাছ হরেক পথের ধারে,
চোখের পরশে মনের হরষে ভাসতাম তারই মাঝে-
আজ দেখ ভাই কোথায় হারায় আচ্ছাদনের পাতা;
রৌদ্র তেজে ঝলসে গেলো - এটাই নগর ব্যথা।


মিষ্টি রঙিন পুষ্প মালা নানান ফলের বাস,
আকাশ কোলে মেঘ জমিয়ে বৃষ্টি বাদল মাস-
আজ হায়রে কোথায় সে সব সবুজ শ্যামল স্মৃতি;
গেলো যে কোথায় বৃক্ষ রাজি সজীব প্রাণের প্রীতি।


ধরাধামে আজি উষ্ণ আয়নে স্তব্ধ হয়েছে গতি,
ধোঁয়ার গরলে হাঁটছে পিছু অক্সিজেনের দ্যুতি-
যানের কলে ভুবন জুড়ে মারণ কালো বিষ;
হারিয়ে সবুজ  রোগ জীবাণু বাজায় বিজয় শিস।


এসো আজ সবে লক্ষ চারার বপনে মেটাই দুরাশা,
নয়তো বিপদ ঘন্টি মাঝে পরাভূত হবে আশা-
করি যে শপথ সকলে মিলি কাটবো না আর গাছ;
জগৎ সাগরে হৃদ মাঝারে রাখবো তাদের আজ।