সময় যায় যে তালে, ব্যথা কিছু যায় রয়ে,
মন আধারের ধমনী শিরায় বেদনা স্রোতে বয়ে।


সজীব আভায় উদ্ভাসিত না যে ফুরায় রেশ,
শ্যামল বিজয় কর্ম যোগে মুগ্ধ মিত্র আবেশ।


আজ তুমি নেই তবু রয়ে যায় শত সহস্র স্মারক,
হৃদ আঁধারে চির অম্লান ধন্য শ্যামল কারক।


যায়না ভোলা নিষ্ঠা বোধের কলস ভরা স্মৃতি,
উদ্যমতার মনন ধারায় ন্যায় প্রশাসন নীতি।


তোমার কর্মজ্যোতির জীবন, বিহ্বলতার সাঁঝে,
অপরূপতার রসের তানে ভরুক সবার প্রাণে।


এপেক্স বালির জীবন গাঁথায় রবে তুমি প্রাণ পতি,
দীপ্ত প্রভায় তোমার কিরণে স্তব্ধ না হোক গতি।