জীবন স্রোতের মহা বলিদান ধীমান শিখর জ্ঞানী,
মানবিকতায় দীপ্ত জনমে দিয়েছিলে নব জাতি-
স্বার্থ লালসা বলিদান ঢেলে পর কে দিয়েছো আলো;
নির্মম প্রাণে মলিনতা ছিঁড়ে ভেঙেছো আঁধার কালো।


আজি এ প্রভাতে তোমার এ ভারত হিংসা বিবাদ ভোলেনি,
তোমার মন্ত্রে আজও কেন মোরা দীক্ষিত হতে পারিনি-
তবো চিত্তের তেজ মন প্রাণে গড়তে চেয়েছো যেমনি;
শতাব্দী পর এ দেশ ভূমি, মালায় গড়ে কি তেমনি?


আজ মোরা এই পূণ্য প্রাতে জানাই তোমায় শ্রদ্ধা,
নব জীবনের আদর্শ প্রাণ তব জীবনের বোধটা-
তরুণ যোগী বিশ্ব বিহারী তাপস হুংকারি;
তেজস্বীতার মহা সোপানে ফলুক তোমার বাণী।