অশ্রুপূর্ণ দুটি অক্ষিকোটর
কন্ঠে বোবা কান্নার স্বর
কিছু সময় পর দীর্ঘশ্বাস---
এভাবেই কাটছে
প্রতিটি দিন, প্রতিটি মাস।


ভিত্তিহীন কিছু কল্পনা
উত্তেজিত করে দেয়
মস্তিষ্কের প্রত্যেকটি স্নায়ু...
নেই তার শেষ, নেই তার শুরু।
-----------------------
ঠোঁটে ধরানো জ্বলন্ত সিগারেট-----
-----------------------------
ফুসফুস বিষাক্ত করে বেরিয়ে আসে
সিগারেটের যে ধূম্রজাল
নেশাগ্রস্থ চোখে তাকে মনে হয়----
চির পবিত্র ফুটন্ত শ্বেতকমল।


বেষ্টিত করে চতুর্দিক থেকে
মাঝে যেন সৌন্দর্যের শ্রেষ্ঠ পুষ্পকানন।
যার বাইরে কোনো স্বর্গ কল্পনাতীত।


যেখানে লাল গোলাপ---
বড় বেশি অপরাধী, প্রতারক।
এই তো জীবনের একমাত্র স্থান
ভালোবাসাহীন, ঘৃণিত-----
তবু যেন শান্তির নরক।